অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উৎপাদনে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। চলতি বছর মার্চের মধ্যে ৪টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে যাবে বলে জানান বেজা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলো মধ্যে এশিয়ান পেইন্ট, ম্যাগডোনাল স্টিল, মর্ডান সিনট্রেক, জাপানের নিপ্পন স্টিল অন্যতম। জাপানের নিপ্পন স্টিল...